বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচেও অপরাজিত টিম ইন্ডিয়া। রবিবার ইডেন গার্ডেন্সে ২৪৩ রানের ব্যবধানে হারিয়ে দিলেন রোহিত শর্মারা। বিরাট কোহলির ব্য়াট আর রবীন্দ্র জাডেজার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না কুইন্টন ডি ককরা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। ৩২৬ রান করে সাউথ আফ্রিকাকে চাপে ফেলে দিয়েছিল টিম ইন্ডিয়া। শতরানের ঝকঝকে ইনিংস খেললেন বিরাট কোহলি। সঙ্গে ৭৭ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। এছাড়া শুরুতে মারকাটারি ৪০ রান করেন রোহিত শর্মা। শেষের দিকে ঝোড়ো ২৯ রান করেন রবীন্দ্র জাদেজা ও ২২ করেন সূর্যকুমার যাদব।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে সাউথ আফ্রিকা। মাত্র ৫ রানে ফিরে গেলেন তারকা ব্যাটার কুইন্টন ডি কক। দলের ৬ রানের মাথায় তাঁকে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দিলেন মহম্মদ সিরাজ। রবীন্দ্র জাডেজা একাই ৩৩ রানে ৫ উইকেট নেন। তিনি ছাড়াও মহম্মদ শামি এবং কুলদীপ যাদব নিলেন ২টি করে উইকেট।
টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত টানা আটটি ম্যাচে জয়লাভ করতে পেরেছে। ইতিমধ্যেই ১৪ পয়েন্ট সংগ্রহ করে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলেছিল। এবার সাউথ আফ্রিকাকে হারানোয় তাদের ঝুলিতে আরও ২ পয়েন্ট যোগ হয়ে গেল। ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে আর একটাই ম্যাচ খেলতে হবে। আর সেটা নেদারল্যান্ডসের বিরুদ্ধে।