শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল আইসিসি

বিতর্ক পিছু ছাড়ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। একে তো চলতি বিশ্বকাপে খারাপ পারফরমেন্স, তারই মধ্যে শ্রীলঙ্কার সদস্যপদ সাসপেন্ড করল আইসিসি। সে দেশের ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ এবং সে জন্য রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছিল। আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে। বিশ্বকাপের মধ্যেই বৈঠকে বসেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। বৈঠকে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ নিয়ে আলোচনা হয়। শুক্রবার আইসিসি-র তরফে একটি বিবৃতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে শ্রীলঙ্কাকে সাসপেন্ড করার কথা জানানো হয়েছে।

এ বারের বিশ্বকাপে চূড়ান্ত ভরাডুবির মুখে পড়তে হয় শ্রীলঙ্কাকে। লিগ পর্বের ৯ ম্যাচে মাত্র ২টি জয় দিয়েই এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ করে দ্বীপরাষ্ট্র। ভারতের কাছে ৩০২ রানের হারের পরে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ক্রিকেট বোর্ডের সব কর্তাদের একযোগে বরখাস্ত করার কথা ঘোষণা করেন। অর্থাৎ, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকেই ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ জারি করা হয় ক্রীড়ামন্ত্রকের তরফে। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গাকে অন্তর্বর্তী বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। তিনজন বিচারকও রয়েছেন।

এমন পরিস্থিতিতে আইসিসি ঘোষণা করেছে যে তারা শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে। কারণ সদস্য হিসাবে কাউন্সিলের শর্ত লঙ্ঘন করেছে শ্রীলঙ্কাআ ক্রিকেট বোর্ড। স্থগিতাদেশের মেয়াদ নিইয়ে যথাসময়ে আইসিসি সিদ্ধান্ত নেবে। তবে তার আগে আইসিসির বেশ কিছু বড় ইভেন্টে বাদ পড়তে পারে শ্রীলঙ্কার ক্রিকেট দল।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে