আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে উঠে এলেন পন্থ, এক ধাপ পিছিয়ে গেলেন বিরাট

ওয়েবডেস্ক : আইসিসি টেস্ট রাঙ্কিংয়ে পিছোলেন বিরাট কোহালি। অন‍্যদিকে ব্রিসবেনে ভারতের টেস্ট জয়ের নায়ক ঋষভ পন্থ উঠে এসেছেন ১৩ নম্বরে। বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক।

এক নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে ফর্মে ফেরা স্টিভ স্মিথ রয়েছেন দু‘নম্বরে। তিন নম্বরে রয়েছেন মার্নাস লাবুশেন।

উইকেট রক্ষক ব্যাটসম্যানদের মধ্যে প্রথমেই রয়েছেন পন্থ। ১৫ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ব্রিসবেন টেস্টের পারফরম্যান্সের জেরে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শুভমন গিলও। ৬৮ থেকে ৪৭-এ উঠে এসেছেন তিনি।

আরও পড়ুন : গাব্বায় ঐতিহাসিক টেস্ট জয় রাহানের ভারতের, ক‍্যাঙারুর দম্ভচূর্ণ

চেতেশ্বর পূজারা উঠে এসেছেন ৭ নম্বরে। অজিঙ্ক রাহানে রয়েছেন ৯ নম্বরে। বোলারদের তালিকায় ১ নম্বরে প্যাট কমিন্স। যশপ্রীত বুমরা ৯ নম্বরে। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন ৮ নম্বরে। অল রাউন্ডারদের তালিকায় তিন নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা। শীর্ষে বেন স্ট্রোকস আর দু’নম্বরে জেশন হোল্ডার।

এদিকে ব্রিসবেনে ঐতিহাসিক জয়ের পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে টুইট করেন সেহওয়াগ। নবাবের মজাদার টুইট, ‘এইজয়ের খুশি বছরের পর বছর ধরে উদযাপন করা উচিত। তাই আজ থেকে ব্রিসবেনের নাম পন্থ নগর করা হোক। জয় ভারত’।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে