রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে পৌঁছেছে ভারত। এখন পর্যন্ত ভারতই একমাত্র দল যারা টুর্নামেন্টে তিনটি ম্যাচই জিতেছে। তবে ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলায় ‘অন্যায্য সুবিধা’ পাওয়ার অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার।
পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দেয়নি ভারত সরকার। ফলে টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন ও মাইক আথারটন এই সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাসি ভ্যান ডার ডুসেনও এ নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, পাকিস্তানের উইকেট অনেক ভালো, আর সেখানে খেললে আরও বেশি রান করতে পারত ভারত।
এক অনুষ্ঠানে সৌরভ মন্তব্য করেন, “পাকিস্তানের পিচ অনেক ভালো। ভারত সেখানে খেললে আরও বেশি রান করত”।