অস্ট্রেলিয়াকে ৫ উইকেট হারিয়ে এক দিনের সিরিজে ১-০ ব্যবধানে এগোল ভারত

অস্ট্রেলিয়া: ১৮৮/১০ (মার্শ-৮১, শামি-১৭/৩, সিরাজ-২৯/৩)

ভারত: ১৯১/৫ (রাহুল-৭৫*)

একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল ভারত। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৮৮। জবাবে ৩৯.‌৫ ওভারে ১৯১/‌৫ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

শুক্রবার ওয়াংখেড়েতে ইনসুইং, বাউন্সারের দাপটে বেহাল দশা হল অস্ট্রেলিয়ার ব্যাটারদের। এক দিকে, শামি-সিরাজ বল হাতে যেমন সাফল্য পেলেন, অন্য দিকে কেএল রাহুল ও রবীন্দ্র জাডেজার জুটি ভাঙতে ব্যর্থ অজি বোলাররা।

হার্দিকের সঙ্গে ৫৫ বলে ৪৪ রান যোগ করেন রাহুল। হার্দিক ফিরলেও টলানো যায়নি রাহুলকে। ৭৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন রাহুল। পা‌ঁচ নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত রাহুল অপরাজিত থাকলেন ৭৫ রানে। তাঁর দায়িত্বশীল ইনিংসে রয়েছে ৭টি চার এবং ১টি ছক্কা।

১২৮ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়ে রাহুল-জাডেজা জুটি। জাডেজাকে। তিনি অপরাজিত থাকলেন ৬৯ বলে ৪৫ রান করে। বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট থেকে এল ৫টি চার। জাডেজা অপরাজিত থাকলেন ৬৯ বলে ৪৫ রান করে। বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট থেকে এল ৫টি চার। এই জুটিই ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়ে। ৬১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে