ভারতকে জয়ের জন্য ৩৫৩ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান করে তারা।
বুধবরা রাজকোটে শেষ একদিনের ম্যাচ খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। এ দিন ভারতের বিপক্ষে মার্শ খেলেন ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস। স্মিথ ৭৪ রান করেন এবং লাবুশেন ৭২ রান করেন। ৫৬ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। তবে কেউ-ই সেঞ্চুরি করতে পারেননি।
ভারতের হয়ে বোলিং করে যশপ্রীত বুমরাহ ১০ ওভারে ৮১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। কুলদীপ যাদব ৬ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন। একটি উইকেট নেন প্রসিধ কৃষ্ণ। ৯ ওভারে ৬৮ রান দিয়ে এক উইকেট নেন সিরাজ। বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়া যে ভাবে শুরু করেছিল, তাতে আরও বেশি রান তুলতে পারত। কিন্তু ভারতের বোলারেরা রান আটকে দেন।
আপডেট আসছে…