রাজকোটে রানের ঝড়! ভারতকে ৩৫৩ রানের টার্গেট অস্ট্রেলিয়ার

ভারতকে জয়ের জন্য ৩৫৩ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান করে তারা।

বুধবরা রাজকোটে শেষ একদিনের ম্যাচ খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। এ দিন ভারতের বিপক্ষে মার্শ খেলেন ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস। স্মিথ ৭৪ রান করেন এবং লাবুশেন ৭২ রান করেন। ৫৬ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। তবে কেউ-ই সেঞ্চুরি করতে পারেননি।

ভারতের হয়ে বোলিং করে যশপ্রীত বুমরাহ ১০ ওভারে ৮১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। কুলদীপ যাদব ৬ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন। একটি উইকেট নেন প্রসিধ কৃষ্ণ। ৯ ওভারে ৬৮ রান দিয়ে এক উইকেট নেন সিরাজ। বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়া যে ভাবে শুরু করেছিল, তাতে আরও বেশি রান তুলতে পারত। কিন্তু ভারতের বোলারেরা রান আটকে দেন।

আপডেট আসছে…

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে