৪৬ রানে অলআউট থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন! সরফরাজ-পন্থের জুটিতে ভারতের ৪৬২ রান, নিউজিল্যান্ডের সামনে ১০৭ রানের লক্ষ্য

ভারতীয় দলের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পরও তারা দ্বিতীয় ইনিংসে অসাধারণ প্রত্যাবর্তন করেছে। ৪৬২ রান করে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে তারা।

সরফরাজ খান এবং ঋষভ পন্থের ১৭৭ রানের দারুণ জুটি ভারতকে শক্ত ভিত্তি দেয়। সরফরাজ ১৫০ রান করেন, আর পন্থ মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া করেন, কিন্তু হাঁটুর অস্ত্রোপচার হওয়া সত্ত্বেও ৯৯ রানের অদম্য লড়াই তাকে প্রশংসার পাত্র করে তোলে। লোকেশ রাহুল (১২), রবীন্দ্র জাডেজা (৫), এবং রবিচন্দ্রন অশ্বিন (১৫) কিছু ছোট অবদান রাখলেও পন্থ এবং সরফরাজের ইনিংস ভারতকে সামনে এগিয়ে নেয়।

প্রতিপক্ষের সামনে ১০৭ রানের লক্ষ্য রেখেছে ভারত, যা স্পিনারদের জাদু দেখানোর জন্য যথেষ্ট হতে পারে। রোহিত শর্মার দল যে হারার আগে হাল ছাড়তে নারাজ, তা এই ম্যাচেই প্রমাণিত হচ্ছে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে