ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিততে ভারতের দরকার ৮ উইকেট

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলা বেশ টানটান হয়ে উঠতে চলেছে। এক দিকে, এই টেস্ট জিততে ভারতের দরকার আট উইকেট। আর অন্য দিকে, আরও ২৮৯ রান করতে পারলে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ়ে সমতা ফেরাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ!

তৃতীয় দিনের শেষে পাঁচ উইকেটে ২২৯ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। চতুর্থ দিন সকালে মাত্র ৭.৪ ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বাকি পাঁচ উইকেট পড়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ ২৫৫ রানে। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নিয়েছিল ভারত।

এর পর টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৬৫ রানের টার্গেট খাড়া করে। জবাবে চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আয়োজক দেশ ২ উইকেট হারিয়ে ৭৬ রান করে ফেলেছে। ফলে ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে জিততে হলে ২৮৯ রান করতে হবে। পঞ্চম দিন টেস্ট জিততে ভারতের দরকার আট উইকেট। এর জন্য প্রায় ৯৮ ওভার পাবে টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে সিরাজ মোট পাঁচটি উইকেট শিকার করেন। মুকেশ কুমার দুটো উইকেট শিকার করেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ কোনো ক্রমে তাদের ফলোঅন বাঁচাতে সক্ষম হয়।

দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল শুরু থেকেই হাত খুলে খেলছেন। যশস্বী জয়সওয়াল ৭১ বলে ৯৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। রোহিত তাঁর কেরিয়ারের ১৬তম হাফসেঞ্চুরিটা মাত্র ৩৫ বলে হাঁকান। রোহিত ৪৪ বলে পাঁচটি চার এবং তিনটে ছক্কার সাহায্যে ৫৭ রান করেন। ঈশান ৫২ ও শুভমন ২৯ রানে অপরাজিত থাকেন।

ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতোই শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। ২৮ রান করে অশ্বিনের বলে সুইপ মারতে গিয়ে আউট হন অধিনায়ক ব্রেথওয়েট। তিন নম্বরে কির্ক ম্যাকেঞ্জি রান পাননি। শূন্য রানে তাঁকে ফেরান অশ্বিন। চার নম্বরে নামা জার্মেইন ব্ল্যাকউড জুটি বাঁধেন চন্দ্রপলের সঙ্গে। দিনের শেষ পর্যন্ত তাঁরাই উইকেটে ছিলেন। চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান দু’উইকেটে ৭৬। চন্দ্রপল ২৪ ও ২০ রানে ব্যাট করছেন ব্ল্য়াকউড।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে