ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেও মাঠে নামলেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা। তবু সাই হোপের দলকে ২০০ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেন হার্দিক পাণ্ড্যরা। মঙ্গলবারের ম্যাচটিই ছিল সিরিজের নির্ণায়ক। কারণ, এর আগে পর্যন্ত সিরিজের ফলাফল ছিল ১-১।
ভারতের হয়ে চারজন হাফসেঞ্চুরি করে যান। হাফসেঞ্চুরি করেন ঈশান কিসান। এর পর শুভমান গিল ৮৫ রান করেন। সঞ্জু স্যামসন কামব্যাকে রান পান। তিনি ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষে ফিনিশ করেন হার্দিক পাণ্ড্য। ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৩৫১ রানের পাহাড় গড়ে দেয় ভারতীয় শিবির।
দ্বিতীয় ম্যাচে যেই দাপট দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় ম্যাচে তা দেখাতে পারলেন তাঁরা। মাত্র ১৫১ রানে ৩৫.৩ ওভারে শেষ হয়ে গেল ক্যারিবিয়ানদের ইনিংস।
ভারতের হয়ে চারটে উইকেট নেন শার্দুল ঠাকুর। তিনটে করে উইকেট নেন মুকেশ কুমার। কুলদীপ যাদব নেন দুটি উইকেট। একটি উইকেট নেন জয়দেব উনাদকাট।