বিশ্বকাপ ২০২৩-এর ৪৫তম এবং শেষ লিগ ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে দিয়েছে। এই জয়ের সঙ্গেই গ্রুপ রাউন্ডের সবকটি ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ওভার থেকেই হাত খুলে খেলা শুরু করেন রোহিত ও শুভমন গিল। নেদারল্যান্ডসের বোলারেরা বুঝতে পারছিলেন না কোথায় বল করবেন। একের পর এক বল উড়ে গিয়ে পড়ছিল চিন্নাস্বামীর গ্যালারিতে। ১০২ রান করে আউট হন রাহুল। শ্রেয়স ১২৮ রানে অপরাজিত থাকেন। টিম ইন্ডিয়া ৫০ ওভারে চার উইকেটে ৪১০ রান করে।
জবাবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস দল ৪৭.৪ ওভারে ২৫০ রানে অলআউট হয়। ১৬০ রানে ম্যাচ জেতে ভারত। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা, সিরাজ, কুলদীপ ও জাডেজা ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন রোহিত ও বিরাট। চলতি বিশ্বকাপে এই প্রথম কোনও ম্যাচে উইকেট পেলেন না শামি।