প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দিল্লির ফিরোজ শাহ কোটলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে জিততে ভারতের প্রয়োজন ছিল মাত্র ১০০ রান। সহজ লক্ষ্যে পৌঁছতে খুব বেশি কসরত করতে হল না ভারতকে।
দক্ষিণ আফ্রিকার আটজন ব্যাটার দুই অঙ্কের রানই স্পর্শ করতে পারলেন না। এই ম্যাচে ১০টির মধ্যে আটটি উইকেট স্পিনাররাই শিকার করেছেন। একদিনের ক্রিকেটে এটাই দক্ষিণ আফ্রিকার চতুর্থ সবথেকে কম স্কোর।
এই ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করলেন কুলদীপ যাদব। একদিনের ক্রিকেট কেরিয়ারে এটাই তাঁর সেরা পারফরম্যান্স। ৪.১ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিনি চারটে উইকেট শিকার করে নিয়েছেন। কুলদীপ ছাড়াও ওয়াশিংটন সুন্দর দুটো এবং শাহবাজ আহমেদ দুটো উইকেট শিকার করেছেন। তারপর ভারতের জয় নেহাতই সময়ের অপেক্ষা ছিল।
এর পর শুভমন গিলের ৪৯ রানে ভর করে আট উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে নিল ভারতীয় দল। তবে শুভমন শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। এ দিন শুভমন ভালো ব্যাট করলেও, চার উইকেটে নিয়ে এই ম্যাচে ভারতের জয়ে সবথেকে বড়ো অবদান রেখেছেন কিন্তু কুলদীপ যাদবই। এই ম্য়াচ জয়ের ফলে সিরিজও নিজেদের পকেটে পুরল টিম ইন্ডিয়া।