বিশ্বকাপে রেকর্ড জয়, ৩০২ রানে শ্রীলঙ্কাকে হারাল ভারত

ভারত: ৩৫৭/৮ শুভমন ৯২, বিরাট ৮৮, শ্রেয়স ৮২ দিলশন ৫/৮০, চামিরা ১/৭১

শ্রীলঙ্কা: ৫৫ (১৯.৪ ওভার) কাসুন ১৪, মাহিশ ১২ (নটআউট), মাথিউজ ১২ শামি ৫/১৮, সিরাজ ৩/১৬

৩০২ রানের বিশাল ব্যবধানে জয়! বৃহস্পতিবার বিশ্বকাপে শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে হারিয়ে দিল ভারত। এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে বারমুডার বিরুদ্ধে ২৫৭ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। ফলে রানের ব্যবধানে এটাই বিশ্বকাপে ভারতের সব থেকে বড় জয়। একইসঙ্গে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের হয়ে সর্বাধিক উইকেট (৪৫) শিকার করলেন মহম্মদ শামি। এই ম্যাচে তিনি একাই পাঁচ উইকেট শিকার করলেন।

টস জিতে এ দিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। বিরাট কোহলি করলেন ৮৮ রান। শুভমন খেললেন ৯২ রানের ইনিংস। একইসঙ্গে মাত্র ৫৬ বলে শ্রেয়স আইয়ারের ৮১ রানের ঝকঝকে ইনিংস। ২৪ বলে ৩৫ রান করলেন রবীন্দ্র জাডেজা। ৮ উইকেটে ৩৫৭ রান তুলে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই শ্রীলঙ্কাকে ঝ‌টকা দিলেন যশপ্রীত বুমরা। উইকেট তুললেন বুমরা। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুললেন সিরাজও। আবার নবম ওভারে বল করতে এসে প্রথম ওভারেই দু’টি উইকেট তুলে নিলেন শামি। ১৮ রানের মধ্যেই ৬ উইকেট পড়ে যায়। শেষমেশ ১৯.৪ ওভারে ৫৫ রানে শেষ হল শ্রীলঙ্কার ইনিংস।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে