নিজেদের মাটিতে অভাবনীয়ভাবে বিপক্ষের সামনে আত্মসমর্পণ করল ভারতীয় দল। মাত্র ৪৬ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস, যা দেশের মাটিতে টেস্ট ক্রিকেটের ৯২ বছরের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে এই টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইনআপ সম্পূর্ণ ভেঙে পড়ে।
ভারতের ইনিংস টিকেছিল মাত্র ৩১.২ ওভার। বিশেষ বিষয় হল, পুরো ইনিংসটিই নিউজিল্যান্ডের পেসারদের হাতে ধ্বংস হয়। কোনও স্পিনার বল করতে নামতেই হয়নি, কারণ পেসারদের তীব্র বোলিং আক্রমণে ভারতীয় ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেননি।
ভারতের ১১ জনের মধ্যে মাত্র ২জন ক্রিকেটার ২ অঙ্কের রান করেছেন। এ দিন সবচেয়ে বেশি রান করেছেন ঋষভ পন্থ (২০)। দ্বিতীয় সর্বাধিক রান যশস্বী জয়সওয়ালের (১৩)। বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন ভারতের এই ৫ ক্রিকেটার শূন্যে ফেরেন।
দিনের শেষে নিউ জিল্যান্ডের স্কোর ছিল ১৮০/৩, তারা ইতিমধ্যেই ১৩৪ রানে এগিয়ে রয়েছে। বিশ্লেষকদের মতে, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩০০ রান করলে এই ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যাবে।