প্রথম পাতা খেলা সাউথ আফ্রিকায় প্রথম টেস্টে হার, শামির জায়গায় নতুন বোলার নিল টিম ইন্ডিয়া

সাউথ আফ্রিকায় প্রথম টেস্টে হার, শামির জায়গায় নতুন বোলার নিল টিম ইন্ডিয়া

514 views
A+A-
Reset

সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে মোহম্মদ শামির পরিবর্তে ডানহাতি পেসার আবেশ খানের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

চোট না সারায় দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যাননি মহম্মদ শামি। চলতি সিরিজের আগে গোড়ালির চোট থেকে সবে সেরে উঠছেন। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এরই মধ্যে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ভারত প্রথম টেস্টে ইনিংস এবং ৩২ রানে হেরে যাওয়ার পরে নির্বাচক কমিটি মহম্মদ শামির পরিবর্ত হিসেবে আবেশ খানকে দলে নিল।

দেশের হয়ে এখনও টেস্ট অভিষেক হয়নি আবেশের। দেশের হয়ে আটটি এক দিনের ম্যাচ এবং ১৯টি টি-২০ খেলেছেন আবেশ। সব মিলিয়ে নিয়েছেন ২৭টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮ ম্যাচে ১৪৯টি উইকেট নিয়েছেন তিনি। সম্প্রতি, ভারতীয়-এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে বেনোনির ম্যাচে প্রথম ইনিংসে আবেশ ৫৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।

কেপ টাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। তবে,দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে আবেশ জায়গা পান কি না, সেটাও দেখার!

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.