প্রথম পাতা খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কঠিন লড়াই ভারতের! এরই মধ্যে ইতিহাস গড়ে ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটে নজিরবিহীন রেকর্ড

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কঠিন লড়াই ভারতের! এরই মধ্যে ইতিহাস গড়ে ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটে নজিরবিহীন রেকর্ড

292 views
A+A-
Reset

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ভারতীয় ক্রিকেট দল একটি বিশ্ব রেকর্ড গড়েছে। যদিও ম্যাচটি হারের মুখে দাঁড়িয়ে রয়েছে, তবুও ভারতের টেস্ট ইতিহাসে এটি একটি নজিরবিহীন রেকর্ড।

প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হওয়া সত্ত্বেও, দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা দারুণ প্রতিরোধ দেখিয়েছেন। তৃতীয় দিনে দ্রুত রান তুলতে গিয়ে তাঁরা বেশ কয়েকটি ছক্কা হাঁকিয়েছেন, আর সেই সময়েই তাঁরা টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে ১০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়ে ফেলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে নামার আগেই, ভারতীয় দল এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ছক্কার রেকর্ড নিজের দখলে রেখেছিল, কিন্তু ১০০ ছক্কার মাইলফলক কোনো দলই এর আগে ছুঁতে পারেনি।

এক ক্যালেন্ডার বছরে টেস্ট ক্রিকেটে দলের সর্বাধিক ছক্কা:

১- ভারত: ১০২ ছক্কা (২০২৪)*

২ – ইংল্যান্ড: ৮৯ ছক্কা (২০২২)

৩ – ভারত: ৮৭ ছক্কা (২০২১)

৪ – নিউজিল্যান্ড: ৮১ ছক্কা (২০১৪)

৫ – নিউজিল্যান্ড: ৭১ ছক্কা (২০১৩)

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৪০২ রান করার পর ভারতীয় দলকে ৩৫৬ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়তে হয়েছিল। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সরফরাজ খানের হাফ-সেঞ্চুরিতে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে লড়াই চালিয়ে যাচ্ছে। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৩১/৩। বিরাট কোহলি ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর শেষ বলে গ্লেন ফিলিপসের হাতে আউট হন, যা ভারতের জন্য একটি বড় ধাক্কা। সরফরাজ ৭০ রানে অপরাজিত রয়েছেন, আর ভারত এখনও ১২৫ রানে পিছিয়ে। এর আগে রোহিত শর্মা ৫২ এবং যশস্বী জয়সওয়াল ৩৫ রান করেন।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রচিন রবীন্দ্র ১৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। অষ্টম উইকেটে টিম সাউদির সঙ্গে ১৩৭ রানের জুটি গড়ে তিনি নিউজিল্যান্ডকে ৩৫০ রানের লিড দিতে বড় ভূমিকা রাখেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.