নিউজিল্যান্ড: ১০৮ (ফিলিফস ৩৬, স্যান্টনার ২৭, ব্রেসওয়েলস ২২/ শামি ৩-১৮, সুন্দর ২-৭ হার্দিক ২-১৬)
ভারত: ১১১/২ (রোহিত ৫১, শুভমন ৪০*/ স্যান্টনার ১-২৮)
শনিবার রায়পুরে দ্বিতীয় ওয়ানডে-তে ১৭৯ বল বাকি থাকতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলেন রোহিত শর্মারা।
সিরিজ জয়ের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। প্রথমে ব্যাট করে ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ভারতীয় দল ২০.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায়।
এ দিন ১০৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা (৫১) এবং শুভমান গিল (৪০*) দুর্দান্ত শুরু করেছিলেন। দুজনে ৭২ রানের জুটি গড়েন। রোহিত আক্রমণাত্মক ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেন। বিরাট কোহলি করেন ১১ রান। মাত্র ২০ ওভার এক বলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
এর ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল। মঙ্গলবার ইন্দৌরে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।