প্রথম পাতা খেলা দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জিতল ভারত

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জিতল ভারত

260 views
A+A-
Reset

কুয়ালালামপুরের জেবি মার্কস ওভালে রবিবার অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে নয় উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত। ২০২৩ সালের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতল ভারতীয় দল।

প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় বোলারদের দাপটে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। জেমা বোথা (১৬) ও মিকে ভ্যান ভুর্স্ট (২৩) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় জুটি গড়তে ব্যর্থ হন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। পারুনিকা সিসোদিয়া (২/৬), আয়ুষি শুক্লা (২/৯) এবং বৈষ্ণবী শর্মা (২/২৩) একের পর এক উইকেট তুলে নেন। তবে সেরা বোলিং করেন গঙ্গাদি তৃষা, যিনি ৩/১৫ তুলে নিয়ে প্রতিপক্ষের মিডল অর্ডার ধসিয়ে দেন।

মাত্র ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। যদিও কমলিনী গুনালন (৮) দ্রুত ফিরে যান, কিন্তু তৃষা (৪৪ অপরাজিত, ৩৩ বল) ও সানিকা চালকে (২৬ অপরাজিত, ২২ বল) জুটি বেঁধে ১১.২ ওভারে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তৃষার ইনিংসে ছিল আটটি বাউন্ডারি, যা জয়ের অন্যতম মূল ভিত্তি হয়ে ওঠে।

টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জিতে ভারতের মেয়েরা আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.