টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

বিশ্বকাপের পর মধুর প্রতিশোধ নিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে শিরোপার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেল ভারত। এই জয়ের নেপথ্যে সবচেয়ে বড় অবদান বিরাট কোহলির।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৬৪ রান তোলে। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় অজিরা। তৃতীয় ওভারে কুপারকে ফিরিয়ে দেন মহম্মদ শামি। তবে সেই ধাক্কা সামলে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন ট্র্যাভিস হেড। যদিও ৩৯ রানের বেশি করতে পারেননি তিনি। বরুণ চক্রবর্তীর স্পিনের ফাঁদে পড়ে আউট হন হেড। তবে ভারতের জন্য বিপজ্জনক হয়ে ওঠে স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনের জুটি। ১১০ রানে পৌঁছানোর পর জাদেজার বলে লাবুশেনের বিদায় ঘটে। এরপর ইংলিশকেও দ্রুত ফিরিয়ে দেন জাদেজা।

স্মিথের ব্যাট তখনও সক্রিয়। অ্যালেক্স কেরিকে সঙ্গী করে তিনি রানের গতি বাড়ান। ৭৩ রান করে স্মিথ আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার স্কোর হয় ১৯৮/৫। ম্যাক্সওয়েলও বেশিক্ষণ টিকতে পারেননি, অক্ষর প্যাটেলের বলে আউট হয়ে যান দ্রুতই। তবে কেরি একপ্রান্তে লড়াই চালিয়ে যান। ৫৭ বলে ৬১ রান করে রান আউট হওয়ার পর অজিদের ইনিংস ধাক্কা খায়। শেষ পর্যন্ত ২৬৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

লক্ষ্য ২৬৫ রান। দুবাইয়ের মন্থর পিচে কাজটা কঠিন হলেও ভারতীয় ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলেছেন। তবে শুরুটা ভালো হয়নি ভারতের। ৩০ রানে প্রথম উইকেটের পতন, ৪৩ রানে বিদায় নেন অধিনায়ক রোহিত শর্মা। তখন ক্রিজে আসেন বিরাট কোহলি। চাপের মুখে শ্রেয়স আইয়ারের সঙ্গে ৯০ রানের মূল্যবান জুটি গড়েন। তবে ৪৫ রানে শ্রেয়স আউট হয়ে গেলে নতুন করে চাপ বাড়ে। এবার অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে ৪৪ রানের আরেকটি কার্যকরী পার্টনারশিপ গড়েন বিরাট।

অর্ধশতরান পেরিয়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি। এরপর কেএল রাহুলের সঙ্গে ২২৫ রান পর্যন্ত টেনে নিয়ে যান ভারতকে। ৯৮ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে কোহলি আউট হলে ম্যাচ কার্যত ভারতের দিকেই ঝুঁকে যায়। বাকি কাজ সহজেই শেষ করেন কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া।

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত। বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এই জয় ভারতীয় দলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে