Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে আজ ভারত বনাম বাংলাদেশ, কোথায় কখন দেখবেন - NewsOnly24

অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে আজ ভারত বনাম বাংলাদেশ, কোথায় কখন দেখবেন

দক্ষিণ আফ্রিকায় শুরু হয়ে গিয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট। আজ, শনিবার প্রথম ম্যাচে নামছে ভারত। বিপক্ষ বাংলাদেশ। টুর্নামেন্টে সবথেকে সফল দল ভারত। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ভারত পাঁচবারের চ্যাম্পিয়ন। ফলে অন্য দলের নজর থাকবে ভারতের আধিপত্য ভাঙার দিকে।

‘এ’ গ্রুপে ভারত ও বাংলাদেশ ছাড়াও রয়েছে আমেরিকা ও আয়ারল্যান্ড। এ দিন ভারত-বাংলাদেশ খেলা শুরু দুপুর দেড়টা থেকে। ব্লুমফন্টেনের মাউন্ট মানগাউঙ্গ ওভালে হবে এ দিনের ম্যাচ।

খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে। ভারতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব রয়েছে স্টার নেটওয়ার্কের কাছে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টারে।

ভারতের স্কোয়াড: আরশিন কুলকার্নি, আদর্শ সিং, রুদ্র ময়ূর প্যাটেল, শচীন ধাস, প্রিয়াংশু মোলিয়া, মুশীর খান, উদয় সাহারন (অধিনায়ক) আরাভেল্লি অবনীশ রাও, সৌমি কুমার পান্ডে, মুরুগান অভিষেক, ইনেশ মহাজন, ধনুশ গৌড়া, আরাধ্যা শুক্লা, রাজ লিম্বানি এবং নমন তিওয়ারি।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি