Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এজবাস্টন টেস্টে চালকের আসনে ভারত, ৩ উইকেট হারিয়ে বিপাকে ইংল্যান্ড - NewsOnly24

এজবাস্টন টেস্টে চালকের আসনে ভারত, ৩ উইকেট হারিয়ে বিপাকে ইংল্যান্ড

দ্বিতীয় টেস্টে অধিনায়ক শুভমান গিলের দুরন্ত ২৬৯ রানের ইনিংসে ভর করে ৫৮৭ রানে থামল ভারত। আর তাতেই সিরিজে প্রথম জয়ের খোঁজে ঝাঁপিয়ে পড়েছে গিলের ভারত। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিনশেষে ৩ উইকেটে ৭৫ রানেই থমকে।

প্রথম দিনে ১১৪ রানে অপরাজিত থাকা গিল দ্বিতীয় দিনও আগ্রাসী খেললেন, তবে সেটা মেপে, ধৈর্যের সঙ্গে। ৩১১ বলে এল তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম দ্বিশতরান। একে একে পেরিয়ে গেলেন গাভাসকর, শচীন, কোহলির সর্বোচ্চ টেস্ট স্কোর। এজবাস্টনে ভারতীয় হিসেবে সর্বোচ্চ স্কোর গড়লেন তিনিই।

সঙ্গ দিলেন জাদেজা (৮৯) ও ওয়াশিংটন সুন্দর (৪২)। জাদেজার ব্যাটিংয়ে রীতিমতো জবাব দেওয়া গেল সমালোচকদের। আর গিল বুঝিয়ে দিলেন, অধিনায়কের টুপির ভারও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বইতে জানেন।

ইংল্যান্ডের ব্যাটিংয়ে শুরু থেকেই ধস নামে। বাংলার আকাশদীপ টানা দুটি উইকেট তুলে নেন। ডাকেট ও পোপ—দু’জনকেই শূন্য রানে ফেরান তিনি। সিরাজ আউট করেন জ্যাক ক্রলিকে (১৯)। তবে দিনের শেষে কিছুটা স্বস্তি এনে দেন রুট (১৮*) ও ব্রুক (৩০*)।

ভারতীয় বোলাররা শুরুতেই চাপে ফেললেও, শেষ ওভারে ব্রুকের উইকেট না পাওয়ায় ইংল্যান্ড এখনও খেলার মধ্যে আছে। তৃতীয় দিনের শুরুতেই আবার ঝটকা দিতে হবে ভারতকে। তাই গিলের মহাকাব্যিক ইনিংসকে জয়ের সঙ্গ দিতে এবার নজর বোলারদের দিকেই।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি