ডেস্ক: রবিবার ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেনে। ম্যাচ শেষ হতে হতে রাত ১১টা গড়িয়ে যেতে পারে। সে কথা মাথায় নৈশ কার্ফুর সময় শিথিল করল রাজ্য সরকার।
শনিবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের কথা মাথায় রেখে দর্শক, খেলোয়াড়, ম্যাচের কর্তা, উদ্যোক্তা এবং ম্যাচের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জন্য রাত্রিকালীন বিধিনিষেধের নিয়ম শিথিল করা হচ্ছে। অন্যদিন যে বিধিনিষেধ রাত ১১ টা থেকে শুরু হয়, তা রবিবার রাত একটা থেকে শুরু হবে। কার্যকর থাকবে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত।
আরও পড়ুন: লক্ষ্য শিল্প ও বিনিয়োগ টানতে ফের বাণিজ্যনগরী যাচ্ছেন মুখ্যমন্ত্রী
শনিবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের কথা মাথায় রেখে দর্শক, খেলোয়াড়, ম্যাচের কর্তা, উদ্যোক্তা এবং ম্যাচের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জন্য রাত্রিকালীন বিধিনিষেধের নিয়ম শিথিল করা হচ্ছে। অন্যদিন যে বিধিনিষেধ রাত ১১ টা থেকে শুরু হয়, তা রবিবার রাত একটা থেকে শুরু হবে। কার্যকর থাকবে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত। ইতিমধ্যে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছেন রোহিতরা।