পাকিস্তানের সঙ্গে আর কোনও দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করবে না ভারত। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সূত্র মারফত জানা গিয়েছে, পাক ক্রীড়াবিদদেরও আর দ্বিপাক্ষিক টুর্নামেন্টের জন্য ভারতের মাটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।
আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপ ক্রিকেটে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। পহেলগাঁও হামলার পর থেকেই দেশজুড়ে দাবি উঠেছিল, পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা উচিত নয় ভারতের। কিন্তু ক্রীড়ামন্ত্রকের স্পষ্ট বার্তা— বহুদেশীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বন্ধ করা হবে না।
এর আগে এশিয়া কাপ হকিতে অংশ নিতে পাকিস্তান দলকে ভিসা দিয়েছিল ভারত সরকার। কিন্তু ভিসা পাওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে দল পাঠানো থেকে সরে দাঁড়ায় পাকিস্তান নিজেই। সেই ঘটনার পরই দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাক ক্রীড়াবিদদের পথ সম্পূর্ণ বন্ধ করে দিল কেন্দ্র।
তবে ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, নিরপেক্ষ কেন্দ্রে আয়োজিত বহুদেশীয় টুর্নামেন্ট— যেমন এশিয়া কাপ, বিশ্বকাপ বা অলিম্পিকে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারবে। কিন্তু পাকিস্তানের মাটিতে আয়োজিত বহুদেশীয় প্রতিযোগিতায় ভারত অংশ নেবে কিনা, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।