শনিবার থেকে শুরু হছে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে দিন রাতের প্রথম টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে।
এই মুহূর্তে ভারতীয় দল যেমন ছন্দে রয়েছে, সেই ছন্দ বজায় থাকলে এই টেস্টও ভারতেরই জেতার সম্ভাবনা। আর এই দ্বিতীয় টেস্ট জিতলেই সিরিজও পকেটে পুরে নেবে রোহিতরা।
ভারতীয় সময় অনুসারে এই ম্যাচ শুরু হবে শনিবার দুপুর ২টো থেকে। ম্যাচের আধ ঘণ্টা আগে অর্থাৎ ১.৩০ মিনিট নাগাদ টস হবে। ভারত বনাম শ্রীলঙ্কার এই দ্বিতীয় টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
এছাড়াও মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ম্যাচের লাইভ আপডেট পাওয়া যাবে ওয়েবসাইটে।