অস্ট্রেলিয়া ১৭৭ (মার্নাস ৪৯, স্মিথ ৩৭ অ্যালেক্স ৩৬, পিটার ৩১ , জাদেজা ৪৭-৫, অশ্বিন ৪২-৩)
ভারত ৭৭ (রোহিত ৫৬, রাহুল ২০, মারফি ১৩-১)
নাগপুর: বৃহস্পতিবার বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনেই দাপট দেখাল ভারতীয় ক্রিকেট দল। বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ১৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এর পর ব্যাট হাতে সেই পিচেই একপ্রকার ওয়ান ডে ফর্ম্যাটের গতিতে রান তুললেন রোহিত শর্মা। প্রথম দিনের খেলা শেষে ভারত ১ উইকেট হারিয়ে বোর্ডে ৭৭ রান তুলেছে।
এদিন টস জিতে কামিন্সরা প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ব্যাট করতে নেমেই অস্ট্রেলিয়াকে তাদের চেনা স্পিন আতঙ্ক গ্রাস করে নিল। রবীন্দ্র জাদেজা একাই তুলে নিলেন পাঁচ উইকেট। তাঁর স্পিনের ঘূর্ণিতেই আটকে গেল টিম অস্ট্রেলিয়া। অশ্বিন তুলে নেন তিনটি উইকেট। এদিন অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৪৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। ভারতীয় পেসারদের মধ্যে শামি এবং সিরাজ নেন ১টি করে উইকেট
জবাবে ওপেন করতে নামেন ক্য়াপ্টেন রোহিত ও ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল। অর্ধশতরানের ইনিংস খেলে দলকে একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হিটম্যান। ৬৯ বলে তিনি ৫৬ রান করে অপরাজিত রয়েছেন। ৯টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন। তবে ভাগ্য় ফিরল না সদ্য জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করা রাহুলের। ৭১টি ডেলিভারি খেললেন তিনি। করলেন মাত্র ২০ রান।
প্রথম দিনের শেষে আর মাত্র ১০০ রানে পিছিয়ে রইলেন রোহিতরা। আগামী কাল টেস্টের দ্বিতীয় দিন। বলাই যায় যে ভারত দারুণ জায়গায় থেকেই শুরু করবে। দ্বিতীয় দিনের শুরুতে ভারতের লক্ষ্য হবে যতটা সম্ভব লিড তুলে অস্ট্রেলিয়াকে চাপে ফেলার।