শতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজে টিকিয়ে রাখলেন গ্লেন ম্যাক্সওয়েল

জলে গেল ঋতুরাজের সেঞ্চুরি, বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ম্যাক্সওয়েল। তাঁর অপরাজিত ১০৪ রানের (৪৮ বলে) সুবাদেই পাঁচ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে টিকে থাকল অস্ট্রেলিয়া।

মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। সিরিজের প্রথম দু-ম্যাচের মতোই ২০০ প্লাস স্কোর ভারতের। স্মরণীয় সেঞ্চুরি ঋতুরাজ গায়কোয়াড়ের। তাঁর কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক, প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরির রেকর্ড। ১২৩ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ। ৩ উইকেটে ২২২ রান তুলে নেয় ভারত।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে রইল ২-১ ব্যবধানে। বাকি দুটো ম্যাচ যে যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে, তা নিয়ে সন্দেহ নেই। ভারত এবং অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে শুক্রবার।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে