অস্ট্রেলিয়া: ৪৮০/১০ (খোয়াজা-১৮০, গ্রিন-১১৪, অশ্বিন-৯১/৬)
ভারত: ৩৬/০
অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ। চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে ৪৪৪ রানে পিছিয়ে ভারত। তবে এখনও পর্যন্ত কোনো উইকেট হারাননি রোহিতরা।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৮০ রান। ৪২২ বল খেলে ১৮০ রান করে রেকর্ডের খাতায় নিজের নাম তোলেন অজি ওপেনার উসমান খোয়াজা। ২১টি বাউন্ডারি হাঁকান। তাঁকে সঙ্গ দিলেন ক্যামেরন গ্রিন। ১১৪ রানের ইনিংস খেলে দলকে বিরাট রানে পৌঁছে দিলেন তিনি। ভারতের উপর প্রবল চাপ তৈরি করে সেঞ্চুরি গ্রিনের। টেস্টে তাঁর প্রথম তিন অঙ্কের রান।
ভারতের হয়ে ৪৭.২ ওভার বল করে ৯১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট কেরিয়ারে এক ইনিংসে ৩২ তম পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। দেশের মাটিতে এই নিয়ে ২৬ বার এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন ভারতীয় তারকা স্পিনার।
দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ১০ ওভারে ৩৬ রান তুলেছে ভারত। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ৪৪৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ১৭ ও শুভমন গিল ১৮ রানে অপরাজিত। আগামীকাল (শনিবার) ম্যাচের তৃতীয় দিন বড়ো স্কোরের জন্য দুই ওপেনারের দিকে তাকিয়ে থাকবে ভারতের ক্রিকেটপ্রেমীরা।