প্রথম পাতা খেলা দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে সিরিজ দখলে রাখল ভারত

দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে সিরিজ দখলে রাখল ভারত

322 views
A+A-
Reset

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টও কার্যত অনায়াসে জিতে গেল টিম ইন্ডিয়া। ভারতীয় স্পিন অ্যাটাকের সামনে ফের একবার ধরাশায়ী অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা জুটিকে সামলাতে ল্যাজে-গোবরে অবস্থা ব্যাগি গ্রিনদের।

চতুর্থ ইনিংসে অজিদের দেওয়া ১১৫ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে সে ভাবে বেগ পেতে হল না টিম ইন্ডিয়াকে। চেতেশ্বর পূজারার অপরাজিত ৩১ রানের ইনিংস অনবদ্য। ইনিংস চলাকালীন বিরাট কোহলি ২৫ হাজার আন্তর্জাতিক রান করে দ্রুততম ব্যাটার হয়ে উঠলেন।

রবিবারের প্রথম দিকে, রবীন্দ্র জাডেজা সাত উইকেট নিয়েছিলেন এবং রবিচন্দ্রন অশ্বিন তিনটি উইকেট নেন। ১১৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। যেখানে প্রথম ইনিংসে ১৬৩ রান করে এক রানের লিড নিয়েছিল তারা। ম্যাচের চতুর্থ ইনিংসে ভারতকে ১১৫ রানের টার্গেট দেন অজিরা।

স্পিন সহায়ক পিচে অজিদের দেওয়া ১১৫ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছানো খুব একটা সহজ হবে না বলে মনে করা হচ্ছিল। তবে টিম ইন্ডিয়া মাত্র ২৬ ওভারে ৪ উইকেট খুইয়েই লক্ষ্যে পৌঁছে যায়। লক্ষ্য কম থাকায় অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে আউট হলেন রোহিত, বিরাট কোহলি, শ্রেয়স আয়াররা। প্রত্যাশা মতোই অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টেও হারিয়ে চার টেস্টেক সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন রোহিত শর্মারা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.