আজ, বুধবার ইডেনে ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হারার পর এই প্রথম নামছে ভারত। ইডেনে অনুষ্ঠিত এই ম্যাচ ফ্রিতেই দেখা যাবে টেলিভিশন বা মোবাইলে
১৫ নভেম্বর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের শেষ টি-টোয়েন্টি খেলেছিল ভারত। সেই ম্যাচে ১৩৫ রানে জিতেছিল ভারতীয় দল। সেই সিরিজেও জয় পান সূর্যরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের এটিই প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হারার পর এই প্রথম নামছে ভারত। যদিও টেস্ট দলের মাত্র তিন জন ক্রিকেটার এই টি-টোয়েন্টি দলে রয়েছেন। তবু প্রশ্ন, লাল বলে হারের ধাক্কা সাদা বলে কাটিয়ে উঠতে পারবে ভারত?
সূর্যকুমার যাদবের দলের সঙ্গে জস বাটলারদের লড়াই শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।