ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শেষে দারুণ অবস্থানে ভারত। স্কোরবোর্ডে ৩৫৯/৩। ক্রিজ়ে রয়েছেন শুভমন গিল (১২৭ অপরাজিত) ও ঋষভ পন্থ (৬৫ অপরাজিত)। ইংল্যান্ডের মাটিতে কোনও টেস্টের প্রথম ইনিংসে এটাই ভারতের সর্বোচ্চ প্রথম দিনের সংগ্রহ।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। কিন্তু যশস্বী জয়সওয়াল (১০১) ও কেএল রাহুল (৪২)-এর দাপটে সেই সিদ্ধান্ত ভেস্তে যায়। উদ্বোধনী জুটিতে ওঠে ৯১ রান। রাহুল ফেরার পর অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হন সাই সুদর্শন। যশস্বী অবশ্য চোট নিয়েও দুরন্ত সেঞ্চুরি করেন। চা-বিরতির পর ১০১ রানে আউট হন তিনি।
এরপর ব্যাট হাতে আসেন গিল। মেজাজে বদল এনে প্রয়োজনে আক্রমণ, প্রয়োজনে রক্ষণ – দুটিই সামলে খেলেছেন তিনি। ১৪০ বলে ছয় নম্বর টেস্ট শতরান পূর্ণ করেন গিল। অন্যদিকে ঋষভ পন্থ তার স্বভাবসিদ্ধ মেজাজে খেলেন। কখনও শুয়ে, কখনও এক হাতে, কখনও দারুণ ফ্লিক – চার-ছক্কায় মাতিয়েছেন। তাঁর ব্যাটে ছয়টি চার ও দুটি ছক্কা।
অধিনায়ক গিল ও সহ-অধিনায়ক পন্থের জুটিতে এসেছে ১৩৮ রান। এই শক্ত ভিতের উপর ভর করে ভারত কতদূর এগোতে পারে, সেটাই এখন দেখার।