Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
লড়াকু হাফসেঞ্চুরি আকাশ দীপের, ওভালে দাপট যশস্বী, জাদেজা, ওয়াশিংটন সুন্দরের - NewsOnly24

লড়াকু হাফসেঞ্চুরি আকাশ দীপের, ওভালে দাপট যশস্বী, জাদেজা, ওয়াশিংটন সুন্দরের

যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি আর আকাশ দীপের ব্যাটে জ্বলন্ত হাফসেঞ্চুরিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের রাশ এখন ভারতের হাতে। ওভালে টেস্টের তৃতীয় দিনে ভারত থামল ৩৯৬ রানে। জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে ৩৭৪ রান। শেষবেলায় জ্যাক ক্রলিকে বোল্ড করে ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ। দিনশেষে ইংল্যান্ডের স্কোর ৫০/১।

ভারতের ইনিংসের মূল ভরসা হয়ে উঠলেন যশস্বী। ধৈর্য ও পেশাদারিত্বের নজির রেখে তিনি ১২৭ বলে সেঞ্চুরি করেন। এটি ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর চতুর্থ, কেরিয়ারের ষষ্ঠ শতরান। মাঠে উপস্থিত মা-বাবার সামনে শতরানের পর ড্রেসিংরুমের দিকে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দিয়ে আবেগের মুহূর্ত তৈরি করলেন ২৩ বছরের ব্যাটার। শেষ পর্যন্ত তিনি আউট হন ১১৮ রানে।

অন্যদিকে বাংলার পেসার আকাশ দীপ ‘নৈশপ্রহরী’ হিসেবেই এলেও ব্যাট হাতে হয়ে উঠলেন ম্যাচের গেমচেঞ্জার। ৬৬ রানের ইনিংসে ভর করে তিনি ভারতের স্কোরকে মজবুত ভিত দেন। এটাই তাঁর প্রথম টেস্ট হাফসেঞ্চুরি। ভারতীয় নাইটওয়াচম্যান হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

শুভমান গিল (১১) ও করুণ নায়ার (১৭) রান পাননি। ধ্রুব জুরেল শুরুটা ভাল করলেও থেমে যান ৩৪ রানে। তবে জাদেজা (৫৪) আবার নিজের জাত চেনান। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ৪৬ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইংল্যান্ডের বোলারদের রীতিমতো উড়িয়ে দেন। বিশেষ করে ওকসের অনুপস্থিতি ইংল্যান্ডকে ব্যথা দিয়েছে। ব্রাইডন কার্স, গাস অ্যাটকিনসনেরা ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ।

ওভালের ইতিহাস বলছে, এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২৬৩। তার চেয়েও একশো দশ রান বেশি করতে হবে ইংল্যান্ডকে।

Related posts

১২৬তম বেটন কাপ জিতল সেনা একাদশ; বায়ুসেনাকে ২-০ গোলে হারিয়ে কলকাতায় ঐতিহাসিক সাফল্য

ইডেনে পিচের গেরোয় মহাধস: বাভুমার জেদ আর হারমারের ঘূর্ণিতে ১২৪ রানও তুলতে পারল না ভারত

১১ বছরের সম্পর্কের ইতি! কেকেআর ছাড়ল আন্দ্রে রাসেলকে— মিনি নিলামে রেকর্ড পার্স নিয়ে নামছে নাইটরা