নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ রানে লজ্জাজনক পরাজয় স্বীকার করে আড়াই দিনে তৃতীয় টেস্ট হারল ভারত। রবিবার রোহিত শর্মার নেতৃত্বাধীন দল মাত্র ১২১ রানে গুটিয়ে গেল, ফলে দেশের মাটিতে ২৪ বছর পর টেস্ট সিরিজে চুনকাম হল ভারতীয় দল।
এর আগে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে ভারতের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল। তবে এবারই প্রথমবার নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজ হারল ভারত।
রবিবার সকালে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস ১৭৪ রানে শেষ করে, যেখানে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন জাডেজা এবং অশ্বিন। জাডেজা নেন ৫৫ রানে ৫ উইকেট এবং অশ্বিন নেন ৬৩ রানে ৩ উইকেট। আকাশ এবং ওয়াশিংটন পান একটি করে উইকেট।
নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে টিম ইন্ডিয়া মাত্র ৩০ ওভারেই অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ডের বোলারদের সামনে টিকতে না পেরে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল মাত্র ১২১ রানে গুটিয়ে যায়, যা ঘরের মাঠে এক লজ্জাজনক পরাজয়ের মুহূর্ত।