Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রাথমিক ধাক্কা সামলে বড়ো রানের পথে ভারত, শতরান ময়াঙ্কের - NewsOnly24

প্রাথমিক ধাক্কা সামলে বড়ো রানের পথে ভারত, শতরান ময়াঙ্কের

দ্বিতীয় টেস্টে ফিরেই নেতৃত্বে  ফিরলেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টে বদলে গেল দুই দলের অধিনায়কই। চোটের জন্য কেন উইলিয়ামসনের বদলে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। তবে চোটের জন্য একাদশেই নেই প্রথম ম্যাচের অধিনায়ক অজিঙ্ক রাহানে। মুম্বইয়ে ব্যাট হাতে দাপট দেখালেন ভারতের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। দুরন্ত শতরান করলেন তিনি। দলের মিডল অর্ডারে চেতেশ্বর পুজারা, বিরাট কোহলীরা ব্যর্থ হলেও ময়াঙ্কের ব্যাটিংয়ে প্রথম দিনের শেষে ভাল জায়গায় ভারত। সঙ্গে সাবলীল দেখাচ্ছে ঋদ্ধিমান সাহাকেও। দু’জনে মিলে নির্ভরতা দিচ্ছেন কোহলীকে।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কোহলী। গত কয়েক দিনের বৃষ্টিতে মাঠ ফিজে থাকায় বেশ কিছুটা দেরিতে শুরু হয় খেলা।  শুরুটা ভালই করেন দুই ওপেনার শুভমান গিল ও ময়াঙ্ক আগরওয়াল। প্রথম ঘণ্টায় নিউজিল্যান্ডের জোরে বোলাররা সমস্যায় ফেলতে পারেননি তাঁদের। কিন্তু স্পিনাররা বল করতে আসার পরে বদলে গেল ছবিটা।

৪৪ রানের মাথায় শুভমনকে আউট করে ভারতকে প্রথম ধাক্কা দেন অজাজ। প্রথম ওভার থেকেই উইকেটে সাহায্য পেতে শুরু করেন অজাজ পটেল। তাঁর বেশ কিছু বল ঘুরছিল। তার ফলও এল হাতেনাতে। তার পরে একই ওভারে প্রথমে পুজারা ও পরে অধিনায়ক কোহলীকে আউট করলেন তিনি। দু’জনেই শূন্য রান করে আউট হন। যদিও আউট হওয়ার পরে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কোহলীকে।

আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরানের আত্মবিশ্বাস দেখা গেল ঋদ্ধির ব্যাটিংয়ে। অন্য দিকে একের পর এক উইকেট পড়লেও এক দিকে সাবলীল ব্যাট করছিলেন ময়াঙ্ক। বল দেখে খেলছিলেন তিনি। দুজনে মিলে দলের রানকে এগিয়ে নিয়ে গেলেন। ড্যারিল মিচেলের বলে চার মেরে টেস্টে নিজের চতুর্থ শতরান করেন তিনি। প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের রান ৭০ ওভারে ৪ উইকেটে ২২১। ময়াঙ্ক ১২০ ও ঋদ্ধিমান ২৫ রান করে অপরাজিত রয়েছেন।

Related posts

এসআইআর শুনানিতে হাজিরা দিলেন দেব, বৃদ্ধ-অসুস্থদের জন্য মানবিকতার আর্জি সাংসদের

জানুয়ারির শেষে ফের কনকনে শীতের ইঙ্গিত, আপাতত স্থিতাবস্থায় কলকাতার আবহাওয়া

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই