আজ ফের ভারত-পাকিস্তান ম্যাচ, কোন নিয়মে খেলা

এ বার বৃষ্টিতে ভেস্তে গেল এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিং করতে নেমে রোহিত শর্মা-শুভমন গিল ওপেনিং জুটি দুর্দান্ত শুরু করেন। এর পর ভারতের রান যখন ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭, তখনই প্রবল বৃষ্টি শুরু হয়। গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়।

ওপেনিং জুটিতে ১২১ রান যোগ করেন রোহিত-শুভমন। ড্রিঙ্কস বিরতির পরই দুই ওপেনার আউট। পরপর দু-ওভারে ফেরেন রোহিত শর্মা ও শুভমন গিল। ৪২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। শাদাবের বোলিংয়ে ইনসাইড আউট শটে লং অফে ক্যাচ। ৪৯ বলে ৫৬ রানে ফেরেন ভারত অধিনায়ক। পরের ওভারে শাহিনের বোলিংয়ে ফেরেন শুভমন।

এর পর বিরাট কোহলি এবং লোকেশ রাহুল ইনিংস মেরামতির চেষ্টা করছিলেন। সে সময়ই বৃষ্টি। ২৪.১ ওভারে সে সময় ভারতের স্কোর ১৪৭-২। বিরাট ১৬ বলে ৮ এবং রাহুল ২৮ বলে ১৭ রানে ক্রিজে। আজ এই স্কোর থেকেই খেলা শুরু হবে।

অর্থাৎ, আজ ওভার ভারত ২৪.১ ওভার থেকে ব্যাটিং শুরু করবে। এশিয়া কাপের অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচও দুপুর ৩টে থেকেই শুরু হবে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে