Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
টি-২০ বিশ্বকাপ: মাত্র ১১৯ রানের পুঁজি, পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড জয় ভারতের - NewsOnly24

টি-২০ বিশ্বকাপ: মাত্র ১১৯ রানের পুঁজি, পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড জয় ভারতের

বিশ্বকাপে টানা দু-ম্যাচে জয় ভারতের। দু-ম্যাচেই সেরার পুরস্কার জিতে নিলেন জসপ্রীত বুমরা। মাত্র ১১৯ রানের পুঁজি নিয়ে পাকিস্তানকে হারাল ভারত। উল্লেখযোগ্য় ভাবে, টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই ভারতের সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জয়।

প্রথম ব্যাট করে ১১৯ রান তুলেছিল ভারত। সহজ রানের লক্ষ্য পেয়েছিল পাকিস্তান। কিন্তু ম্যাচ জিততে পারেনি। ভারতীয় বোলারদের দাপটে হেরে গেল পাকিস্তান। ১১৩ রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস।

ভারতের ব্যাটারদের মধ্যে ঋষভ পন্থ, অক্ষর পটেল আর অধিনায়ক রোহিত শর্মা ছাড়া কারও রান দু’ অঙ্কে পৌঁছোয়নি। ১৯ রানের মধ্যে দুই ওপেনার বিরাট কোহলি এবং রোহিত শর্মা প্যাভিলিয়নে ফেরত যান। দলের ১২ রানের মাথায় নাসিম শাহের বলে উসমান খানের হাতে ক্যাচ দিয়ে বিরাট (৩ বলে ৪ রান) ফেরত যান। স্কোরে ৭ রান যোগ হতেই আউট হন রোহিত (১২ বলে ১৩ রান)। শাহিন শাহ আফ্রিদির বলে হরিস রাউফের হাতে ক্যাচ দেন রহত।

১৯ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন ঋষভ পন্থ এবং অক্ষর পটেল। তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৩৯ রান। ১৮ বলে ২০ রান করে নাসিমের বলে বোল্ড হন অক্ষর। ঋষভের সঙ্গী হন সূর্যকুমার যাদব। যতক্ষণ এঁরা দু’জন ক্রিজে ছিলেন ততক্ষণ মনে হচ্ছিল না ভারত এতটা বিপাকে পড়তে পারে। চতুর্থ উইকেটে যোগ হয় ৩১ রান। দলের ৮৯ রানের মাথায় হরিস রাউফের বলে মহম্মদ আমিরকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সূর্যকুমার (৮ বলে ৭ রান)।

এর পর ভারতের ৬টি উইকেট পড়ে যায় মাত্র ৩০ রানে। হরিস রাউফ, মহম্মদ আমির আর নাসিম শাহের বোলিং-এর কাছে আত্মসমর্পণ করেন ভারতীয় ব্যাটাররা। ভারতের সর্বোচ্চ রান ঋষভ পন্থের, ৩১ বলে ৪২।

জয়ের জন্য দরকার ছিল ১২০ রান। নাসাউ কাউন্টির পিচে ঠিকঠাক শুরু করেছিল পাকিস্তান। প্রথম উইকেট পড়ে ২৬ রানে। অধিনায়ক বাবর আজম বুমরাহের বলে কুলদীপ যাদবকে ক্যাচ দিয়ে আউট হন। মহম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে উসমান খান দলের রান নিয়ে যান ৫৭-তে। অক্ষর পটেলের বলে এলবিডব্লিউ হন উসমান। রিজওয়ানের সঙ্গী হন ফকর জমান। ১২.১ ওভারে দলের রান দাঁড়ায় ২ উইকেটে ৭৩। পাকিস্তানের সমর্থকরা কিছুটা নিশ্চিন্ত। আগের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ার পর কিছুটা কোণঠাসা ছিল পাকিস্তান। এ দিন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে জয়ের আশা নিয়ে বুক বাঁধছেন তাঁরা। ঠিক সেই সময়ে ঘুরে গেল খেলার মোড়।

দলের ৭৩ রানের মাথায় হার্দিক পাণ্ড্যর বলে উইকেটকিপার ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে ফিরে যান ফকর জমান (৮ বলে ১৩ রান)। এর পর থেকেই ঘন ঘন উইকেট পড়তে থাকে পাকিস্তানের। শেষ ৭.৪ ওভারে তারা যোগ করে ৪০ রান, হারায় ৪টি উইকেট। ভারতের বোলিং আক্রমণের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারলেন না। শেষ পর্যন্ত ৬ রানে হারতে হল পাকিস্তানকে। ১৪ রানে ৩ উইকেট দখল করে এ দিন প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন জসপ্রীত বুমরাহ।

Related posts

বিয়ের আসরে অঘটন! হৃদ্‌রোগে আক্রান্ত স্মৃতি মন্ধানার বাবা, পিছিয়ে গেল বিয়ের অনুষ্ঠান

১২৬তম বেটন কাপ জিতল সেনা একাদশ; বায়ুসেনাকে ২-০ গোলে হারিয়ে কলকাতায় ঐতিহাসিক সাফল্য

ইডেনে পিচের গেরোয় মহাধস: বাভুমার জেদ আর হারমারের ঘূর্ণিতে ১২৪ রানও তুলতে পারল না ভারত