এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক দ্বৈরথ! ফের বৃষ্টি হবে না তো?

রবিবার এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান দ্বৈরথ। খেলাটি শুরু হবে বিকেল ৩টে থেকে, তার ৩০ মিনিট আগে হবে টস। শেষ ম্যাচের নিরিখে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। ম্যাচের দিন বৃষ্টি হবে কিনা, খোঁজখবর নেওয়া চলছে সব মহলেই।

গ্রুপপর্বে ম্যাচটি আয়োজিত হয়েছিল পাল্লেকেলে স্টেডিয়ামে। গ্রুপের ম্যাচে ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে ১ পয়েন্ট করে ভাগ করে নেয়। কেননা রিজার্ভ ডে না থাকায় ম্যাচ শেষ করা যায়নি। সুপার ফোরের ম্যাচটি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।

ভারত-পাক সুপার ফোরের ম্যাচের জন্য রিজার্ভ ডে রয়েছে। প্রাথমিকভাবে ফাইনাল ছাড়া আর কোনও ম্যাচের জন্য বাড়তি দিন নির্ধারিত ছিল না। তবে পরে প্লেয়িং কন্ডিশনে বদল করে সুপার ফোরের একমাত্র ম্যাচ হিসেবে ভারত-পাকিস্তান লড়াইয়ের জন্য রিজার্ভ ডে নির্ধারণ করা হয়। অর্থাৎ, রবিবার বৃষ্টি হলে সোমবার রিজার্ভ দিন রাখা হয়েছে। তবে পূর্বাভাস ম্যাচের দিন ও রিজার্ভ দিন দুটোতেই বৃষ্টির কথা বলছে।

রিজার্ভ দিনে ম্যাচের ফয়সালা না হলে ম্যাচ বাতিল ঘোষণা করা হবে এবং দুই দলকে ১ পয়েন্ট করে দেওয়া হবে। তবে এবারের যেই নিয়ম রাখা হয়েছে তাতে ম্যাচ বাতিলের সম্ভবনা কম। কারণ প্রথম দিনে ম্যাচ যতটা খেলা হবে, রিজার্ভ দিনে সেখান থেকে শুরু হবে। যেমন, প্রথম দিনে যদি ১০ ওভারের পর বৃষ্টির জন্য আর খেলা না হয়, তাহলে দ্বিতীয় দিনে ১১ তম ওভার থেকে খেলা শুরু হবে। এতে দ্বিতীয় দিনে গোটা ম্যাচ আয়োজনের সময় বাঁচবে।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে মোট ১৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে পাল্লা ভারী পাকিস্তানেরই। তারা ৭৩টি ম্য়াচ জিতেছে। আর ভারতীয় দল ৫৫টি ম্যাচ জিতেছে। কোনও ফল হয়নি ৫টি ম্যাচে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে