ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একপেশে খেলা, রাজত্ব ভারতীয় ব্যাটারদের! জ্বলে উঠলেন ধ্রুব-জাদেজা

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সম্পূর্ণ রাজত্ব করল ভারতীয় ব্যাটাররা। শুক্রবার শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে নামেন লোকেশ রাহুল ও শুভমন গিল। শুভমন ৫৭তম ওভারে অর্ধশতরান পূর্ণ করলেও দ্রুত বিদায় নেন। কিন্তু রাহুল থেমে থাকেননি, পৌঁছে যান তাঁর একাদশ টেস্ট শতরানে। যদিও ১০০ রানেই থেমে যান তিনি।

এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন ধ্রুব জুরেল। অসাধারণ ব্যাটিংয়ে নিজের প্রথম টেস্ট শতরান পূর্ণ করেন তিনি। বিশেষ তাৎপর্যপূর্ণ এই সেঞ্চুরিটি ধ্রুব উৎসর্গ করেন ভারতীয় সেনাকে, কারণ তাঁর বাবা প্রাক্তন সেনাকর্মী যিনি কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। শতরান পূর্ণ করার পর হেলমেট খুলে স্যালুট জানিয়ে সকলকে আবেগঘন মুহূর্ত উপহার দেন ধ্রুব।

অন্য প্রান্তে ছিলেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। চা-পানের বিরতির পর নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। দিনের খেলা শেষ হওয়ার সময় জাদেজা অপরাজিত ১০৪ রানে এবং ওয়াশিংটন সুন্দর ৯ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৪৪৮। একদিনে যোগ হয়েছে ৩২৭ রান, হারিয়েছে মাত্র ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ বোলাররা বারবার চাপে পড়ে গিয়েছেন এবং ভারতীয় ব্যাটারদের ভুলের অপেক্ষায় ছিলেন। ফলে ম্যাচ পুরোপুরি একপেশে আকার নিয়েছে।

Related posts

রিচার ঝোড়ো ইনিংস, ক্রান্তি-দীপ্তির আগুনে বল— একপেশে জয় ভারতের, ছিন্নভিন্ন পাকিস্তান

রোহিতের নেতৃত্বে ইতি, গিলের হাতে ভারতের একদিনের দল, টি-টোয়েন্টিতে অধিনায়ক সূর্যকুমার

প্রতিজ্ঞায় অটল সূর্যকুমাররা! এশিয়া কাপ জিতেও পিসিবি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিল না ভারত, নিয়ে পালালেন পাক মন্ত্রী