ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয় ভারতের

অস্ট্রেলিয়া: ১৭৭/১০, ৯১/১০

ভারত: ৪০০/১০ (রোহিত-১২০, জাদেজা-৭০, অক্ষর-৮৪)

শনিবার, মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল নাগপুর টেস্ট। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে বড়ো ধাক্কা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। একাই ৫ উইকেট তুলে নেন তামিল অফস্পিনার। ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল।

প্রথম ইনিংসে ১৭৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্য়াট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ৪০০ রানে। ২২৩ রানে পিছিয়ে থেকে ব্য়াট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু অশ্বিন, জাডেজা, শামিদের বোলিং দাপটে মাত্র ৯১ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। ভারতের হয়ে অশ্বিন ৫, জাডেজা ২, শামি ২ ও অক্ষর ১ উইকেট নিলেন।

এমনিতে ঘরের মাটিতে ভারতীয় দলের আত্মবিশ্বাসী পারফরম্যান্সই যেন বলে দিচ্ছিল, নাগপুর টেস্টে বিজয়ীর পাশে জ্বলজ্বল করতে চলেছে টিম ইন্ডিয়ার নাম। কিন্তু তা যে আড়াই দিনেই হবে, তেমনটা অনেকেই ভাবতে পারেননি।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে