অবশেষে তৃতীয় চেষ্টায় বিশ্বজয়ের স্বপ্নপূরণ! হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ঘরের মাঠে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। ভারত প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৯৮ রান। জবাবে ২৪৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
শুরুটা দারুণ করেন ভারতের দুই ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা। দু’জনে মিলে শতরানের পার্টনারশিপ গড়েন। ৪৯ বলে অর্ধশতরান করেন শেফালি এবং ৭৮ বলে ৮৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। মাত্র ২১ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে শতরান করা সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে ইতিহাস গড়লেন তিনি, পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে।
মন্ধানা আউট হন ৪৫ রানে। হরমনপ্রীত ও জেমাইমা ব্যর্থ হলেও ইনিংস সামলান দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। দীপ্তি ৫৮ রান ও রিচা ২৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
জবাবে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভাল ছিল। উলভার্ট ও তাজ়মিন ব্রিটস রান তোলায় এগোচ্ছিলেন। কিন্তু দারুণ ফিল্ডিংয়ে রান আউট হয়ে ফেরেন ব্রিটস। এরপর মাঠে নেমে জ্বলে ওঠেন শেফালি বর্মা—শুধু ব্যাট নয়, বল হাতেও নজর কাড়েন তিনি। তাঁর বলে আউট হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সুনে লুস ও মারিজ়ান কাপ।
শেষ পর্যন্ত দীপ্তি শর্মাই হয়ে ওঠেন ম্যাচের নায়িকা। একদিকে অর্ধশতরান, অন্যদিকে ৩৯ রানে ৫ উইকেট তুলে নিয়ে ভারতকে এনে দেন বিশ্বজয়। উলভার্ট শতরান করেও দক্ষিণ আফ্রিকাকে জেতাতে পারেননি।
শেষ উইকেটটি ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। সেই ক্যাচেই লেখা হয়ে যায় ভারতের ইতিহাস—মহিলা ক্রিকেটে প্রথম বিশ্বজয়ের। উচ্ছ্বাসে ভাসে গোটা দেশ।