টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু হরমনপ্রীতদের

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়ে পাকিস্তানকে হারাল ভারত। রবিবার কেপটাউনে পাকিস্তানকে হারিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়েছে টিম ইন্ডিয়া। এতদিন সেই তালিকায় শীর্ষে ভারতের যে ম্যাচটা ছিল, সেটাও পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন হরমনপ্রীত কৌররা। শুধু তাই নয়, সার্বিকভাবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসমা। ভারতের বিরুদ্ধে নিজেদের সর্বাধিক স্কোর গড়ে পাকিস্তান। ৫৫ বলে ৬৮ রান করেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফ। ২৫ বলে অপরাজিত ৪৩ রান করেন আয়েষা নাসিম। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

প্রথম বল থেকে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা শুরু করে ভারত। ১৭ রান করে আউট হন যস্তিকা। ৩৩ রান করে আউট হন শেফালি। ১৬ রানের মাথায় হরমন আউট হয়ে গেলে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে দলকে টেনে তুললেন জেমাইমা-রিচা জুটি। ২০ বলে ৩১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিচা। ভারতের জয়সূচক রান করেন জেমাইমা। তার সঙ্গেই অর্ধশতরান পূর্ণ হয় তাঁর। ৩৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। জেমাইমা-রিচা জুটির সৌজন্যে সাত উইকেটে জিতে গিয়েছে ভারত।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে