প্রথম পাতা খেলা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে ১১৯ রানে ম্যাচ জয় ভারতের

ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে ১১৯ রানে ম্যাচ জয় ভারতের

312 views
A+A-
Reset

রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে ওডিআই সিরিজে তাদেরই হোয়াইটওয়াশ করে নয়া নজির গড়ে ফেলল ভারত। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১৯ রানে ম্যাচ জিতল ভারত। ৩-০ ব্যবধানে এক দিনের সিরিজ জিতে টি-টোয়েন্টি সিরিজের আগে আত্মবিশ্বাস আরও বাড়ল টিম ইন্ডিয়ার। প্রথম ভারত অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জিতে নজির শিখর ধাওয়ানের।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ধাওয়ান। ভারতের ইনিংস ৩৬ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। তখন ভারতের রান ৩ উইকেটে ২২৫। শুভমন গিল ৯৮ করে ক্রিজে ছিলেন। বৃষ্টির কারণে তাঁর সেঞ্চুরি অধরা থেকে যায়। এ ছাড়া শিখর করেন ৫৮। ৪৪ করেন শ্রেয়স আইয়ার। এর পর আর ভারত খেলার সুযোগ পায়নি। এ দিকে ক্যারিবিয়ান দল ডাকওয়ার্থ-লুইস নিয়মের কারণে ৩৫ ওভারে ২৫৭ রানের লক্ষ্য পায়।

ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ২৫৭ রান। বিরাট লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সেভাবে দাঁড়াতেই পারেননি ক্যারিবিয়ান ব্যাটাররা। ২৬ ওভারে মাত্র ১৩৭ রানে অল-আউট হয়ে যায় তাঁরা। অধিনায়ক পুরান এবং কিং ৪২ রান করে করেন। আর সেভাবে কোনও ক্যারিবিয়ান ব্যাটার দাঁড়াতে পারেননি। ভারতের হয়ে ৪ উইকেট নেন চাহাল। দুটি করে উইকেট নেন সিরাজ এবং শার্দূল। ডাকওয়র্থ লুইস নিয়ম অনুসারে ১১৯ রানে জিতে যায় ভারত।

আরও পড়ুন :

কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গম মিলছে না, সাধারণ মানুষের পাশে দাঁড়াল রাজ্য

২০২৪-এ বিজেপি আসবে না, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রীর

নতুন চিন্তা-ভাবনা আনতে চাই’, কোচের দায়িত্ব নিয়ে জানালেন লক্ষ্মী

বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, কি পার্থকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী!

কার্গিল বিজয় দিবসের আজ ২৩ বছর পার

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.