প্রথম পাতা খেলা জামার্নিকে হারিয়ে ৪১ বছর পর হকিতে পদক ভারতের

জামার্নিকে হারিয়ে ৪১ বছর পর হকিতে পদক ভারতের

327 views
A+A-
Reset

ডেস্ক : ৪১ বছর পর হকিতে পদক পেল ভারত। ১৯৮০ সালের পর টোকিও অলিম্পিকে ৫-৪ গোলে জার্মানিকে গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল ভারত।

খেলার শুরুতেই গোল করে এগিয়ে যায় র‍্যাঙ্কিংয়ে ভারতের থেকে এক ধাপ পিছিয়ে থাকা জার্মানি। তাদের একের পর এক আক্রমণে নড়বড়ে হয়ে যায় ভারতের ডিফেন্স।

দ্বিতীয় কোয়ার্টারে সিমরনজিতে গোলে সমতা ফেরায় খেলার ধরন একেবারে বদলে ফেল ভারত। এর মধ্যে প্রতি আক্রমণে উঠে এসে আচমকা গোল দিয়ে এগিয়ে যায় জার্মানি। মুহূর্তের মধ্যেই আরও একটা গোল করে ফেলে তারা। ফাটল দেখা দেয় ভারতের রক্ষণ ভাগে।

মনপ্রীত, রুপিন্দররা না দমে লড়াই জারি রাখেন। পেনাল্টি কর্নার থেকে ম্যাচে ভারতের দ্বিতীয় গোলটি করেন হার্দিক সিংহ। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন হার্দিক সিংহ।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ভারত। গোল করেন রুপিন্দর পাল সিংহ। কিছক্ষণের ব্যবধানে খেলার মধ্যে দিয়ে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেয় ভারত। গোল করেন সিমরনজিৎ।

চতুর্থ কোয়ার্টারের খেলা শুরু হতেই একটি গোল করে ফেলে জার্মানি। খেলার শেষ মুহূর্তেও একের পর এক পেনাল্টি কর্নার পায় তারা। কিন্তু গোলের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে সেগুলি রুখে দেন শ্রীজেশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.