ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে চ্যাম্পিয়ন হল ভারত

ব্যাডমিন্টনে ইতিহাস গড়ল ভারত। ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে চ্যাম্পিয়ন হল ভারত। এক অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা হল। সোনালী দিনের সাক্ষী রইল ভারত। তেরঙ্গা উড়ল বিদেশের মাটিতে ভারতের ব্যাডমিন্টন দলের হাত ধরে।ভারতের জাতীয় সংগীতে গমগম করে উঠল ব্যাঙ্কক। জাতীয় সংগীতের শেষে স্লোগান উঠল ‘ভারত মাতা কী জয়।’
প্রথম ম্যাচে লক্ষ্য সেন পিছিয়ে গিয়েও জেতেন। প্রথম গেমে ৮-২১ ব্যবধানে হেরে যান লক্ষ্য। বলা যায় জিনটিং উড়িয়ে দিয়েছিলেন তাঁকে। কিন্তু সেখান থেকে দেখা গেল মরিয়া লড়াই। গ্যালারি থেকে ‘ভারত মাতা কী জয়’ চিৎকার উদ্বুদ্ধ করছিল লক্ষ্যকে। তাঁর মরিয়া লড়াই দেখা গেল শেষ দু’টি গেমে।
ফাইনালে তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে সিঙ্গলসে ২১-১৫, ২৩-২১ স্ট্রেট গেমে হারিয়ে দিলেন কিদাম্বি শ্রীকান্ত। যা ভারতের ৩-০ জয় নিশ্চিত করে দিল।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে