Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হংকংকে ১৩ গোলের মালা পরালেন বন্দনা-দীপিকারা, এশিয়ান গেমস হকির সেমিফাইনালে ভারত - NewsOnly24

হংকংকে ১৩ গোলের মালা পরালেন বন্দনা-দীপিকারা, এশিয়ান গেমস হকির সেমিফাইনালে ভারত

মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে ১৩-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা হকি দল। চিনের গংশু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে এশিয়ান গেমস ২০২৩-এর মহিলা হকি টুর্নামেন্টের চূড়ান্ত পুল এ ম্যাচে ভারতীয় মহিলা হকি দল দুরন্ত জয় এনে দিলেন।

এ দিন বন্দনা কাটারিয়া (২’, ১৬’, ৪৮’), দীপিকা (৪’, ৫২’, ৫৪’), মনিকা (৭’), দীপ গ্রেস এক্কা (১১’, ৩৪’, ৪২’), সঙ্গীতা কুমারী (২৭’ , ৫৫’) এবং নবনীত কৌর (৫৮) ভারতের হয়ে গোল করেন।

এ দিনের জয়ের সৌজন্যে, ভারতীয় মহিলা হকি দল চারটি ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পুল এ-তে শীর্ষে রয়েছে। প্রতিটি পুল থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

মঙ্গলবারের ম্যাচের আগে, ভারত গত সপ্তাহে সিঙ্গাপুরকে ১৩-০ এবং মালয়েশিয়াকে ৬-০ গোলে পরাজিত করার পরে রবিবার কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ ড্র করেছিল। এ বার বৃহস্পতিবার সেমিফাইনালে পুল বি-এর রানার আপদের মুখোমুখি হবে ভারত।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি