প্রথম পাতা খেলা ভারতের কনিষ্ঠতম প্রতিযোগী, কমনওয়েলথ গেমস চমকে দিলেন ১৪ বছরের অনাহত সিং!

ভারতের কনিষ্ঠতম প্রতিযোগী, কমনওয়েলথ গেমস চমকে দিলেন ১৪ বছরের অনাহত সিং!

293 views
A+A-
Reset

কমনওয়েলথ গেমস চমকে দিলেন ১৪ বছরের অনাহত সিং! ভারতকে পদক এনে দেওয়ার এক সম্ভাবনা দেখা দিচ্ছে অনাহত সিং-এর মধ্যে। স্কোয়াশে শুক্রবার মহিলাদের একক ম্যাচে কোর্টে নেমেছিলেন অনাহত। সাফল্যের সঙ্গে জিতে নিয়েছেন প্রথম রাউন্ড।

স্কোয়াশে শুক্রবার মহিলাদের একক স্কোয়াশ ম্যাচে মাঠে নেমে ছিলেন অনাহত সিং। প্রথম রাউন্ডে সাফল্যের সঙ্গে উতরে গিয়েছেন অনাহত। নবম শ্রেণির স্টুডেন্ট অনাহত সিং হলেন ভারতীয় দলের সর্বকনিষ্ঠ সদস্য। ১৪ বছর বয়সী অনাহত সিং রাউন্ড অফ64-এ সেন্ট ভিনসেন্টের জাদা রসকে ১১-৫, ১১-২,১১-০ তে পরাজিত করেছেন। কমনওয়েলথ গেমসে দারুণ শুরু করেছেন অনাহত সিং।
বার্মিংহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের কনিষ্ঠতম প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন অনাহত সিং। মাত্র ১৪ বছর বয়সেই কমনওয়েলথ গেমসের মতো বিশ্বের অন্যতম স্পোর্টিং ইভেন্টে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি। কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতের সর্বকালের কনিষ্ঠতম প্রতিযোগী হিসেবে ইতিহাস তৈরি করেছেন তিনি।

এর আগে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে কোনও টুর্নামেন্টে অংশ নেননি অনাহত সিং। তিনি সরাসরি বড় মঞ্চে তাঁর খেলা দিয়ে মুগ্ধ করার চেষ্টা করবেন। জাতীয় নির্বাচন ট্রায়ালে অনাহত সবাইকে মুগ্ধ করেছিলেন এবং বার্মিংহামের টিকিট অর্জন করেছিলেন।

স্কোয়াশের প্রতি অফুরন্ত ভালবাসা এবং এই খেলায় দেশকে গর্বিত করার বাসনা থাকলেও সব সময়ে খেলার মধ্যেই ডুবে থাকেন না অনাহত। অবসর সময় তিনি নিজের মতো করে কাটাতে চান। কখনও ছবি আঁকেন আবার কখনও পিয়ানো বাজিয়ে অবসর সময় কাটান ১৪ বছরের কিশোরী।

আরও পড়ুন :

কমনওয়েলথ গেমস ২০২২ : পুরুষদের ব্যাকস্ট্রোক-এর ১০০ মিটারের ফাইনালে ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ

নিমতলার কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

অভিষেকের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানালেন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীরা

এবার ভোটার তালিকায় নাম উঠবে ১৭ বছর বয়সে

শিল্পপতিদের জমি দেওয়ার ক্ষেত্রে নয়া নীতি আনতে চলেছে রাজ্য

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.