প্রথম পাতা খেলা ভারোত্তোলনে দেশকে রুপো এনে দিলেন সঙ্কেত সরগর

ভারোত্তোলনে দেশকে রুপো এনে দিলেন সঙ্কেত সরগর

77 views
A+A-
Reset

ভারোত্তলন থেকে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রথম পদক ঘরে তুলল ভারত। ভারোত্তোলনে দেশকে রুপো এনে দিলেন সঙ্কেত সরগর। শনিবার বার্মিংহ্যামে অল্পের জন্য সোনা জেতা হল না সঙ্কেতের। শেষ সুযোগে ১৩৯ কেজি তুলতে গিয়ে সঙ্কেত চোট পান। মালয়েশিয়ার প্রতিযোগী বিন কাসদান মহম্মদ আনিক ১৪২ কেজি তুলে সোনা জিতে নেন।

ছেলেদের ৫৫ কেজি বিভাগের স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভার তোলেন সঙ্কেত মহাদেব। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১৩৫ কেজি ভার তোলেন। সব মিলিয়ে ২৪৮ কোজি ভার তুলে রুপো জেতেন সঙ্কেত। চোটের জন্য সোনা জেতা হয়নি ভারতীয় ভারোত্তলকের। সেই সুযোগে ক্লিন অ্যান্ড জার্কে গেমস রেকর্ড গড়ে সঙ্কেতের কাছ থেকে গোল্ড মেডেল ছিনিয়ে নেন মালয়েশিয়ার মহম্মদ অনিক।

আরও পড়ুন :

ভারতের কনিষ্ঠতম প্রতিযোগী, কমনওয়েলথ গেমস চমকে দিলেন ১৪ বছরের অনাহত সিং!

কমনওয়েলথ গেমস ২০২২ : পুরুষদের ব্যাকস্ট্রোক-এর ১০০ মিটারের ফাইনালে ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ

নিমতলার কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

অভিষেকের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানালেন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীরা

এবার ভোটার তালিকায় নাম উঠবে ১৭ বছর বয়সে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.