ডেস্ক: প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করেছিল ভারতের মহিলা হকি দল। প্রত্যাশা জাগিয়েও হাড্ডাহাড্ডি লড়াই শেষেও সেমিফাইনালে হেরে গেল ভারতের মহিলা হকি দল। আর্জেন্টিনার বিরুদ্ধে মহিলা হকির সেমিফাইনালে ২-১ গোলে হেরে গেলেন রানি রামপালরা। এখন ব্রোঞ্জ পদক জয়ের জন্য লড়তে হবে ভারতীয় মহিলা হকি দলকে।
ম্যাচের প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার পেয়ে যায় ভারতীয় মহিলা হকি দল। গোল করে এগিয়েও যান রানি রামপালরা। আক্রমণাত্মক রণনীতিতে ভারতের গোলমুখে চাপ বাড়াতে থাকেন কালো জার্সিধারী খেলোয়াড়েরা। তাতে কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়ে ওমেন ইন ব্লু।
আরও পড়ুন: বিশ্বের এক নম্বর বক্সারের কাছে হারলেন, মেয়েদের বক্সিংয়ে ব্রোঞ্জ পদকেই থামল লভলিনার অভিযান
শুরু থেকেই প্রথম কোয়ার্টারের শেষে ১-০ গোলে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া। ১৭ মিনিটে সমতা ফেরায় আর্জেন্টিনা। দ্বিতীয় কোয়ার্টার শেষেও স্কোর ১-১ ই থাকে। ৩৬ মিনিটে গোল করে আর্জেন্টিনা। তবে হেরে গেলেও ভারতীয়রা আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দিযে লড়াই করল। এবার ব্রোঞ্জ জয়ের সুযোগ আছে ভারতের সামনে। ব্রোঞ্জের লড়াই ভারতের। গ্রেট ব্রিটেনের সঙ্গে লড়াই ভারতের।