ডেস্ক: টোকিও অলিম্পিকের মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছলেন ভারতের কমলপ্রীত। একদিকে যেমন অভিজ্ঞ সীমা পুনিয়া হতাশ করলেন, অন্যদিকে তেমনই তরুণ কমলপ্রীত কৌর তাক লাগিয়ে দিয়ে ডিসকাস থ্রোয়ের ফাইনালে নিজের জায়গা পাকা করে নিলেন।
শুধু যে ফাইনালের জন্য কমলপ্রীত জায়গা পাকা করলেই তাই নয়, করলেন দ্বিতীয় স্থানে শেষ করে। কোয়ালিফিকেশন রাউন্ডের তৃতীয় প্রচেষ্টায় ৬৪ মিটার দূরত্বে চাকতি ছুঁড়ে তিনি সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছেন।
আরও পড়ুন: Tokyo Olympics 2020 : ভারতের হয়ে দ্বিতীয় মেডেল সুনিশ্চিত করলেন লভলিনা
৬৪ মিটার দূরত্বে লোহার চাকতি ছুঁড়ে ইভেন্টের দ্বিতীয় প্রতিযোগি হিসেবে সরাসরি ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছেন কমলপ্রীত। হারিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার দুই বারের অলিম্পিকজয়ী (রিও ও লন্ডন গেমস) সান্দ্রা পারকোভিচকে। যিনি টোকিও গেমসের একই ইভেন্টের এ গ্রুপের কোয়ালিফিকেশনে প্রথম হয়েছেন। সর্বোচ্চ ৬৩.৭৫ মিটার দূরত্ব অতিক্রম করেছে সান্দ্রার ছোঁড়া ডিসকাস। বি গ্রুপ তথা দুই কোয়ালিফিকেশন রাউন্ড মিলিয়ে প্রথম হয়েছেন আমেরিকার ভালারি অলম্যান। ৬৬.৪২ মিটার দূরত্বে তিনি ডিসকাস ছুঁড়েছেন।ফাইনাল সোমবার, ২ অগাস্ট। কমলপ্রীতের হাত ধরে আরও একটি পদকের আশায় ভারত।