৫০ বছর পর ওভালে স্মরণীয় জয় ভারতের

ডেস্ক : ড্রয়ের দিকে এগুতে থাকা টেস্ট স্মরণীয় ভাবে জিতে নিল ভারত। সৌজন্যে বোলাররা। তাদের দাপটে কার্যত তসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং।

ওভাল টেস্ট যে ড্র-এর দিকে যাচ্ছে তা চতুর্থ দিনের খেলা শেষে মনে হচ্ছিল। পঞ্চম দিনে মধ্যাহ্নভোজনের পর ইংল্যান্ড শিবিরে ভাঙন ধরিয়ে দেয় ভারত। একের পর এক উইকেট পড়তে থাকে।

পঞ্চম দিনে প্রথম উইকেট পড়ে ররি বার্ন্সের। পঞ্চাশ রান করার পর শার্দূলের বলে তিনি ক্যাচ আউট হয়ে ফিরে যান। হামিদের ব্যাট থেকেও ওভালে অর্ধশত রান আসে ইংল্যান্ডের। এর ঠিক পরেই আউট হয়ে যান মালান। তারপর একের পর এক উইকেট পড়তে থাকে।

শেষের দিকে ক্রিস ওক্স এবং জো রুটের মধ্যে একটি জুটি তৈরি হয়। রুটকে বোল্ড করে দেন শার্দূল। তারপর ভারতীয় বোলাররা মিলে বাকি উইকেটও ফেলে দেন। ২১০ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। ১৫৫ রানে ওভাল টেস্ট জিতে নেয় ভারত। ৫০ বছর পর ওভালে দুরন্ত জয় পেল ভারত।

আরও অন্য খবর পড়তে পারেন

ইডি-র দফতরে দীর্ঘ জেরার শেষে ফের বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে