করাচি: পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগ করলেন ইনজামাম উল হক। একদিকে চলমান বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল লজ্জাজনক পারফর্ম করছে, অন্যদিকে ইনজামামের এই সিদ্ধান্তে চরম বিড়ম্বনা পাকিস্তান ক্রিকেট বোর্ডে।
সোশ্যাল মিডিয়ায় ইন্টারেস্ট অফ কনফ্লিক্টের একটি মামলা প্রকাশ্যে এসেছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি কোম্পানির অংশীদার ইনজামাম। সেই কোম্পানির মালিক তালহা রেহমানি। এই রেহমানি বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি-সহ পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারের এজেন্ট। স্বাভাবিক ভাবে, সংস্থার মালিক ক্রিকেটারদের এক এজেন্ট। ফলে ক্রিকেটারদের নির্বাচনে সেই ব্যক্তির হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে, নিজের পদত্যাগ সম্পর্কে ইনজামাম বলেছেন, “লোকজন কোনও বিচার বিবেচনা না করেই মন্তব্য করে দেয়। এমনকী আমার উপরেও প্রশ্ন তোলা হয়েছে। সেকারণেই আমি এই ইস্তফাপত্র জমা দিলাম।”
প্রসঙ্গত, গত কয়েক দিনে পাক বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বার্ষিক চুক্তি ঘিরে বিতর্ক যেখানে তুঙ্গে, সেখানে এই খবর নিয়ে হইহই পড়ে গিয়েছে। ইনজামামের অবশ্য দাবি করেছেন, “সকলে খোঁজখবর ছাড়াই বিবৃতি দিচ্ছে। আমি পিসিবি-কে তদন্ত করতে বলেছি। প্লেয়ার-এজেন্ট কোম্পানির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।”