হায়দরাবাদকে ১৪ রানে হারিয়ে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স

এ বারের আইপিএলে পর পর তিনটি ম্যাচে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। মঙ্গলবার রোহিত শর্মার দল জয়ের হ্যাটট্রিক করল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে। প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে তোলে ১৯২/‌৫। জবাবে ১৯.‌৫ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস।

টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ। ভালোই শুরু করে মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিসান। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৮ বলে ২৮ রান করে নটরাজনের বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত। ৩১ বলে ৩৮ রান করে জানসেনের বলে আউট হন ঈশান। ক্রিজে নেমে ঝড় তোলেন তিলক ভার্মা। ১৭ বলে ৩৭ রান করেন। ৪০ বলে ৬৪ রান করে তিনি অপরাজিত থেকে যান ক্যামেরন গ্রিন। ৫৬ রানের জুটি গড়েন ক্যামেরন গ্রিন এবং তিলক বর্মা।

হায়দরাবাদের হয়ে ২টি উইকেট নেন জানসেন। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং টি নটরাজন।

জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সানরাইজার্স হায়দরাবাদ। হ্যারি ব্রুক (‌৯)‌, রাহুল ত্রিপাঠিও (‌৭)‌ একে একে ফিরে যান। ১৭ বলে ২২ রান করে আউট হন মার্করাম, অভিষেক শর্মা মাত্র ১ রানে আউট। আক্রমণাত্মক ব্যাটিং করে চাপ কাটানোর চেষ্টা করেন ক্লাসেন (‌১৬ বলে ৩৬)‌। তবে ১৯.‌৫ ওভারে ১৭৮ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস।

চার ওভারে ৪৩ রান দিলেও ২টি উইকেট নেন পীযূষ চাওলা। ২টি করে উইকেট নেন বেহেরনডর্ফও। গ্রিন ২৯ রান দিয়ে ১টি উইকেট নেন। ১টি উইকেট নেন অর্জুন তেন্ডুলকরও।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে